হয়তো আজ আমি ভুলে যাওয়া আগন্তুক সময়ের পরে-
সেই সময়ের চিরচেনা মানুষটির অন্য এক পরিচয়;
রেললাইনের পথ ধরে হাতে হাত রেখে পথচলা;
পাখির কিচিরমিচির শব্দে নিজেকে মিলিয়ে
কিছু আবদার আর কিছু ভালোবাসার কথোপকথন ;
মনে নেই আজ আর মনে নেই।
কাঁঠাল গাছের ঝরে পড়া পাতাগুলো;
কমলি শাকের মাথা উচিয়ে বের করা ফুলের গুচ্ছ;
উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা তেতুঁলের সেই গাছ-
কিছু মনে নেই আজ আর মনে নেই।
কুয়াশার চাদরে ঢাকা তোমার মুখখানি ;
নিস্তব্ধতার অন্ধকারে যেন সন্ধ্যার আবছা।
কত স্বপ্নের বুনানো ভালোবাসার মধুর স্মৃতি।
দু'জনের জীবনের অতীত ব্যাপ্তি আজও লেগে রয়েছে স্মৃতির মতো;
আম,কাঁঠাল,পেয়ারা বাগানের পাখিরা যেন সব বয়ে নিয়ে চলে;
সেই রেললাইনের হাতে হাত ধরা আর কথোপকথন।
উচ্ছল ঝর্ণার মতো জীবনের আসা-যাওয়া মন্থন;
কখনো থামিয়ে রাখে না এই পথচলা।
মেঘের কি অবাধ বিচরণ এই আকাশের মাঝে
ক্ষয় যায় সময়ের তরঙ্গে ; তাকে প্রেম আশা আর চেতনার স্তুপে
স্থির তার ব্যর্থ সাধনা; হয়নি কভু আমাদের এই দেখা
নক্ষত্র ঝরে পরে আকাশ হতে সরে যায়
তোমার সেই চাওয়া আজ আবেগের এক নাম
প্রেম হোক বা অপ্রেম এই পৃথিবীর পরে এক নিরবতা।
হয়তো আজ আগন্তুক হয়ে দেখে যাওয়া;
নির্লিপ্ত তোমার চাহনিতে সেই আবেগের রেখা মুছে যাওয়া;
আজ আর মনে নেই হয়তো আগন্তুক হয়েছি বলেই।