দেখো, ভালো নেই যদিও বলি ভালো আছি।


অনাদরে জীবনের বিস্বাদের তৃষ্ণা,


হৃদয়ের কালো আধারের যন্ত্রণা


দেখো, আমার হৃদয়ে বিশাল পাথরের পাহাড়।


ঘোর অন্ধকার নেমেছে যেন কোথাও,


চোখের ঘুম কেড়ে নিয়েছে কালিমার চাঁদ।


ব্যথিত, ভগ্ন হৃদয় যে আলো কে করেছে আধার।


দেখো, ভালো নেই যদিও বলি ভালো আছি।


ভিতরে আমার হতাশার চাদর জড়িয়ে আছে,


স্মৃতির মায়ায় চোখের অশ্রু নদীর ঢেউ তুলছে।


গোলাপে তার রক্ত ক্রন্দনে আহাজারি,


চোখে মুখে বিষাদ আর বিষণ্ণতার ধূলিঝড়।


যদিও বলি ভালো আছি; সত্যি বলতে ভালো নেই।


অস্থির উম্মাদ আর নগ্নপদে পাগল হয়ে যাওয়া আমার ভিতর,


শুধু দ্বন্দ্ব আর বিগ্রহে মেতে উঠা আমার দীর্ঘশ্বাস।


দেখো, আমি ভালো নেই যদিও বলি ভালো আছি।


চলে যাবো দূরে বেশিদিন থাকবো না তোমার তরে,


যে বুকে মাথা রেখে আকাশের তারা গুণতে,


বৃষ্টিতে ভিজতে কাঁধে মাথা রেখে,


হাতে হাত রেখে শিশির ভেঁজা কোয়াশায় হাঁটা।


সব সুখ ফেলে দিয়ে চলে যাবো


বেশিদিন থাকবো না আর তোমার তরে।


যে আচ্ছন্নতায় জড়িয়ে ছিলাম,


হৃদয় ভাঙার বেদনায় উন্মেষের তিল ফোঁটার আগে।


চলে যাবো তোমার অশ্রূ দেখার আগে।


দেখা হলে আটকে যাবে এই হৃদয়খানি


বেশিদিন থাকবো না, চলে যাবো চিরতরে।