কোথায় আমি দাঁড়িয়ে আছি? কেমন ছিল তারা?
আজ তারা নেতা হলো, প্রজা হলাম আমরা।
শিষ্টাচার কে শেখাবে? কে শেখাবে ন্যায়নীতি?
মিথ্যা যার মুখের বচন শিক্ষা দেন তিনি।
ভালো তারা চাই যে সবাই,কর্মে সবার মিথ্যে মায়া
ওয়াদা যদি রাখতে না জানে কেন দেই তারা?
এত কেন স্বজনপ্রীতি? সত্যের কেন ঢাল?
মিথ্যে যখন পুঁজি তোমার মিথ্যুক নও তুমি?
সন্তান চাও সত্যবাদী, নিজে তুমি মিথ্যেবাদী
কিসের শাসন? করো বারণ, তোমার নাই নীতি ধারণ।
মাথা তুমি নিচু রাখো,মুখ তোমার বন্ধ রাখো।
তোমার কর্মে মিথ্যে বচন, সমাজ হবে সত্যের শাসন?
সুদ ঘুষের মিথ্যে বারণ, কার দোষে কার বারণ?
শাসন কাদের করছো সবাই? নিজের দিকে দেখেছো কেউ?
পাহাড়সম লিপ্সা তোমার, সুদ ঘুষের ব্যবসা বাহার
নেতা বলেই বেঁচে আছো,মিথ্যে তোমার জানে সবাই।
তুমি শেখাবে শিষ্টাচার আমায়? নিজের নাই নীতি জ্ঞান।
মিথ্যেবাদী মিথ্যুক তোরা, ভণ্ড মূর্খ নেতা তোরা
ন্যায় নীতির দোহাই দিয়ে আছো বেঁচে সমাজ মাঝে।
বলছি তোদের সময় রইতে হয়ে যা ভালো
বয়োজ্যেষ্ঠের শ্রদ্ধাটুকু না হারালেই ভালো।