তোমাদের শোনাবো বলে আজ আমার বলা
আজ আমি লিখে চলেছি সেসব কথা
যেসব কথা আড়ালে লুকিয়ে ছিল শতাব্দীকাল ধরে
আমার আত্মার গুহায় বিগ্রহের মতো বিস্ফোরণ হয়ে
তোমাদের ভোজসভার জমায়েতে উচ্চারিত হবে
যাদের অনুরাগী ছিলাম কিংবা আজো আছি
আমি তুলে ধরবো সেসব পঙক্তি যা নিরবধি হৃদয় থেকে।

এখন রাতের সময় যা অন্ধকারাবৃত পৃথিবী
বাতাসে সাড়া দেওয়া আলোকিত ফোয়ারাগুলো
বিস্ফোরণোম্মুখ এক ফোয়ারা এখন আমার হৃদয়
প্রেমপিয়াসীদের নিবিড় সংগীতে মুখর বাতাস
ভালোবাসার মানুষদের সংগীতে মুখর আমার আত্মা।
অপ্রিয় বা অতৃপ্ত কিছু রয়ে গেছে হৃদয়ে
আমার ভেতর; হয়তো অজানা কোনও অভিব্যক্তির ছোঁয়া
এক ভালোবাসার লালসা আমাকে বলে চলেছে
নিজেকে ভালোবাসার ভাষা; নিজের হৃদয়ে উষ্ম ছোঁয়া।
আমি আলো হয়ে ছুটেছি প্রান্তর হতে প্রান্তরে
যেখানে রাত্রী এসে বলে উঠলো,'তুমি রাত্রী হয়ে উঠো'
আমি রাত্রী হয়ে উঠলাম এবং জন্ম হলো আমার একাকিত্ব
আলোর সঙ্গে একাকিত্ব রাত্রিময়ের সত্য বললো
কিভাবে আমি শোষণ করবো আলোর বক্ষ হতে আলোর দ্যুতি!
আমার উপহার হয়ে দেখা দিল রাতের জ্বলজ্বল তারারা
যেখানে সবাই নিজেই জ্বলে উঠে নতুন করে;
কিন্তু আমি আমার পথের উপর হেঁটে চলি
আমি আমার নিজের আলোয় বাস করি
পান করে চলি আমার ভেতর থাকা রশ্মি
যেগুলো সামনে ছড়িয়ে পড়ে আমার ভেতর থেকে।

যে সুখ আর প্রশান্তির প্রবচন আমি শুনেছি
সে সুখ কেমন আমার জানা নেই
সেই সুখে যারা আশীর্বাদপুষ্ট স্বপ্ন দেখে প্রায়শই
তারা দারিদ্র্যের হাত কেটে কখনও দান করে
চুরি করে যে সুখ লাভ তা আশীর্বাদপুষ্ট বটে;
এটা আমার ঈর্ষা আমি দেখেছি অপেক্ষমান চোখগুলো
দীর্ঘতর হয়ে উঠা অপেক্ষার উজ্জ্বলতর রাতগুলো।
আমি জানি, দানশীলতার দুর্দশা অভিশাপ দেই
আমার সূর্যটা ঢাকা পড়ে অন্ধকারে!
মেঘের আবরণে কিরণ আবদ্ধ হয়ে পড়ে আস্তাবলে
কামনার জন্য উতাল হয়ে উঠে
আক্রমণাত্মক ক্ষুধা ও তৃপ্তির ভেতর!

তারা সবকিছু ছিন্ন করে কেড়ে নিয়েছে আমার সব
তারা আমার স্বাধিনতাকে বেঁড়িতে আবদ্ধ করে
শৃঙ্খলার নগ্ন শিকল পড়িয়ে সভ্যতার পরিচয় দেই
সীমাবদ্ধের চশমা পড়ে কালের চোখ বুঝে নিতে বলে
আমি জানি, তারা যে জ্ঞানের গড়িমা পুষে রেখেছে
অন্ধত্বের যে কাপড় ছড়িয়ে দিয়েছে সমাজের উপর
সে সমাজের প্রায়শই মানুষ দাসত্ব বরণ করেছে
সত্যের উন্মেষ এড়িয়ে অন্ধত্বকেই আলো বলে মেনে নিয়েছে
তারা রাষ্ট্র ও সমাজের বিধিমত পঙ্গুত্ব ঘটিয়েছে
তারা আমার হৃদয়ে বিগ্রহের নিরবধি অগ্নিস্ফুলিঙ্গ
চেতনার আর বিচারধারাতে বিস্ফোরণ ঘটিয়েছে।