থরথর কেঁপে উঠা মুমূর্ষু রোগী দেখেছো!
যার শক্তিশালী মাংসপেশি ও তার বড় দেহখানি
তার দু'চোখ খোলা আর কর্ণদ্বয় সব শুনে;
কেবল মৃত্যু যেন তার সম্মুখে
অসাড় নির্জীব প্রাণসত্তা শায়িত রয়েছে।
তার পেশিশক্তি কোথাও লুকিয়েছে!
নাকি সে হারিয়েছে সেই ইচ্ছেশক্তির রহস্য;
যাতে সে মনে করে তার কিছুই নেই।
জীবনের স্বাদে যে স্বাধিনতা ধরা দেই
যে ইচ্ছের মনোরথ সাঁজানো হয়
একবার দু'চোখে দেখে লও;
থরথর কেঁপে উঠা মুমূর্ষু রোগীর দিকে
যার সব ছিল কিন্তু কিছু আছে বলার নেই।