আমার বিচারধারা আমাকে তাড়িত করে
ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার কারণ কী!
চিন্তা জগতে ছোটে চলা তরঙ্গ ঝংকার
সজ্ঞা ও জ্ঞানের বিচারশূন্য অন্তর জগৎ
আমি আমার উৎকৃষ্টতম সত্ত্বার একক।
আমি জানি যৌবন ও বৃদ্ধত্বের ঐক্যতা
নিমিষেই মুছে দিতে পারে অন্ধকার রাত
জ্বালিয়ে দিতে পারে রাতের আকাশে-
উজ্জ্বলতম তারকামণ্ডল এবং গ্রহাণুপুঞ্জ।

আমার বিচারধারা আমাকে তাড়িত করে
প্রেম বিসংবাদে জড়িয়ে থাকা আত্মারা
কেন হাহুতাশে আবেগ ও হৃদয় বিগলিত করে?
কেন তারা প্রেমের স্রোতের উৎস সন্ধানে-
নেমে পড়ে না সমুদ্রঝড় ও টর্পেডোর ঘূর্ণিপাকে;
এতে তারা খুঁজে পেত প্রেমের জন্মভূমি
যেখানে তাদের প্রেম সত্ত্বার জন্ম লাভ
সিঞ্চিত করে গড়ে তুলেছে উর্বর ভূমি।
সে ভূমি আজ মরু কঙ্কর বালুকাময়
তৃষ্ণাতুর পথিকের ন্যায় পানি খুঁজে।
সেসব আত্মারা প্রেমের স্রোতে বাঁধ বেধেছে
আটকে দিয়েছে প্রেম স্রোতের তরঙ্গধারা
নির্মাণ করেছে উঁচু উঁচু দালান আর উঁচুশ্রেণী
তৈরি করেছে অভিনব নিচুস্তর আর উচ্চতম শিখড়।
সেসব আত্মাদের প্রেমের সংজ্ঞা বই ও মুখে
হৃদয়ের মরু প্রান্তরে কলমের জল শুকিয়ে গেছে
আবির্ভূত হয়েছে নবঃনব সভ্যতার ধারক
বিপথে যার পদযাত্রা আর ভবিষ্যৎ যার অন্ধ
আমি ভবিষ্যৎ হতে নিয়ে আসা অভিব্যক্তি
আমার বিচারধারা আমার উৎকৃষ্টতর পথ।