আমার বিচারধারা আমাকে তাড়িত করে
অর্থপূর্ণ জীবনের খুঁজে নিজেকে নিবিষ্ট করে
জীবনে বেঁচে থাকার উৎকৃষ্ট কারণ হাতে
নিজেকে আনন্দে উৎসাহে উদ্দীপ্ত করে
সংগ্রাম, সংঘর্ষের অন্ধকার দাবানলে প্রদীপ হয়ে
নিজ হতে নিজের জন্ম উৎসের দাতা হতে।

আমি জানি, যে বিশ্বাসে জীবনের মানে নেই
সেখানে আত্মহত্যা হয়ে উঠে সমাধান;
যে বিশ্বাস ধর্মের আস্থার উপর দাঁড়িয়ে
সেখানে জীবনের অর্থ যুক্তিহীন বার্তালাপ
অনন্ত কল্পনার সিঁড়িতে পা ফেলে স্বপ্ন দেখা
সকাল হতে রাত একই কার্যবিধির পুনঃপুন
জীবনের শেষবিন্ধু এসেও তার অর্থহীনতা।

আমি জানি, তারা যা বিশ্বাস করে তার অর্থ নেই
মিষ্টিমুখের শব্দ ঘুমের দেশে স্বপ্ন বুনে
নিরর্থক এসবের অর্থ খুঁজে জীবনকেই ভুলে থাকে
জীবনের খুুঁজে, তার বেঁচে থাকার অর্থে উৎস কী!
মহাবিশ্বের বিস্তারে প্রশ্নের তীরে কে হলো ধ্বংস!
কে অবিনাশী? কে অনন্ত? কে জীবনের অর্থে?

আমার বিচারধারা আমাকে তাড়িত করে
অর্থহীন জীবনে অর্থের মাত্রা সংযুক্ত করতে
বিচারের চিন্তাশীলতা বোধিত্ব ধারণ করে
অমোঘ অবিনাশ অস্তিত্বের নির্মাণ করি নিজেরে
আমার উৎকৃষ্টের আহ্বানে আমিই হয়ে উঠি অর্থ
জীবনের অর্থের খুঁজে আমিই এক অবিনাশী উত্তর।