এই পৃথিবী আজ থমকে ছিল যেন,মুহূর্তের সময়ক্ষণে
হৃদয়ের বদ্ধ জানালা খুলে গেল যেন অনায়াসে
তার সে আঁখি যোগল যেন কিছু বলছিল;
তরু তার নাম হৃদয়ে যে আকাঁ ছিল।
হাজারো বছর যেন পেরিয়ে গেল সময়
তার কণ্ঠস্বরে যেন এখনও সে অনুরাগ
দু'চোখে যেন এখনও তার উত্তাপ
জানি তার আকুতি, কিসে তাহার সুখ;
বেদনার বিনিদ্র এই দু'চোখে মিলনের অসহ্য উন্মুখ
যদি তাহা হারিয়ে যায়, ফিরে পাবো তাকে?
অনেক সময় করেছি ক্ষয়
জেনেছি আমি এই সময়কালে
প্রেম সুখের সমাপ্তি করে যায় ম্লান
মহাকালের অনন্ত চক্রে না পাবার যন্ত্রণায়
আমার প্রেম হয়ে থাকুক অমর অম্লান।