কিছু অনুভূতির তরঙ্গ দূরত্ব তৈরি করে
নিজের ভিতর বয়ে চলা 'আমি'কে
আমার চিন্তাগুলো এমন কিছুর খোঁজ করে;
উত্তপ্ত বালুচরে বরফের ন্যায় তুষারপুঞ্জ
সমুদ্রঝড়ে ছোটে চলা ক্লান্ত শরীর যেন
ছোট্ট একটি দ্বীপ অথবা মাটির স্তুপ চাই।
গত তিনেক দিন আমার চিন্তার যুদ্ধে
অনুভূতির আস্ফালনে আমার দ্বীপ খুঁজেছি।
পাহাড়ের চূড়াতে প্রচণ্ড ঠাণ্ডা বাতাসে
বসে থাকা একটি নারীর অপেক্ষা
এবং চায়ের পেয়ালা হাতে তার আহ্বান
আমার অনুভূতির চূড়ান্ত শিখড়ে একধাপ
যে একধাপে এগিয়ে যেতে থমকে ছিলাম
বৃক্ষের শাখামৃগ যেন এলোমেলো এলোকেশী
তা যেন আজ শৃঙ্খল হয়ে উঠেছে।
পর্বতময় পূর্বাদ্রি আমার অপেক্ষায় অধীর
আমি তাকে হৃদয়ে ধারণ করে শিখড়ে উঠেছি
তীব্র ঠাণ্ডাবোধে যেখানে জমে যায় সকলে
সেখানে আমার বসত হয়েছে স্থায়ী।
নতুন শিখড়ে পাড়ি দিতে হাত ধরেছে পূর্বাদ্রি
কিছু অনুভূতির তরঙ্গ দূরত্ব তৈরি করে
এই পৃথিবীর বাস্তবতার উর্ধ্বে 'আমি' কে
আমার পর্বতময় পূর্বাদ্রি সংস্রবে আসতে।