এতো তোমার দম্ভ কেন?
কিসের এত বাহাদুরি?
মিথ্যে তুমি যাচ্ছো বলে
সুদ তুমি খাচ্ছো বেশ।
হারাম হালাল গেছো ভুলে
স্বার্থ যখন সবার আগে,
ঘুষ যখন খাচ্ছো বেশ
নীতির কেন এত ঠেস?
নিজের বেলায় স্বার্থ বেশ
পরের বেলায় নীতির কেশ?


তুমি মানুষ ভালো মুখোশদারী
মিথ্যাচারে সত্যের বাণী
হাক! ডাকিয়ে বলছো সবে-
করবো বেশ! করবো বেশ!
কাজের বেলায় লেবুডঙ্কা।
তুমি মানুষ নাকি পশুদ্বাজ?
তৃষ্ণা তে পান করো মানুষ রক্ত
মানুষের মাংস খেয়ে করো উল্লাস।


তোমার এত দম্ভ কেন?
কিসের এত বাহাদুরি?
দেশের তরে,মানুষের তরে
দিচ্ছো দোহাই নিজের স্বার্থে।
খোলস ফেলে দাঁড়াও সামনে
পশুধারী এক প্রতিবিম্বে।
ন্যায় কি সাঁজে তার মুখে?


কে বা আমি বলছি কাকে!
পশু কি আর বুঝে সবে?
হালাল হারাম কারে শোনাই?
সামনে আরেক চৌদ্দ্যে হারাম
প্রেমপ্রীতির দিবস বলে
নিজ ধর্মবিধান যাচ্ছে ভুলে।
হায়রে! কারা মানুষ সবে?
পশুর দলের ঢল নেমেছে।
মিথ্যে মায়ায় দিচ্ছে সাঁড়া
প্রেমের সত্য গেছে ভুলে
আমি কে-বা বলছি তোমায়
যদি ভাবো মানুষ তবে-
প্রেমের সত্য লও বুঝে।