সেই সকালের অপেক্ষা,
ভেজা চুলে তুমি এসে ডাকবে আমায়।
আড়মোড়া ভেঙে আবছা চোখ দেখবে সে তোমায়,
না তুমি নয়, এ চোখে সে রাজকন্যা
সে রবি ঠাকুরের কল্পনা, গীতবিতানের শেষ পাতার ছোয়া।
সেই সকালের অপেক্ষায়,
আয়নার সামনে তুমি, উল্টো দিকে আমার স্বপ্নের সমাপ্তি।
অপলক চেয়ে থাকা, সাথে অনেক কিছু প্রাপ্তি।
সেই সকালের অপেক্ষায়,
খুনসুটি, আবোল তাবোল, অথবা মতের অমিল
তবু সে রথের-
কেবল তুমি আর আমি যাত্রি। :)
-আজনাদ (২৮/৭/১৭)