কি নামে আমি ডাকবো তোমায় ভেবে মরি রোজ
কত উপমা গড়ি ভাঙ্গি, রাখো কি তার খোজ?
হাসির মাঝে থাকো যখন, ভাবি অনুতমা
ভেজা চুলে, খোপা খুলে এলেই প্রতিমা
চোখের কাজল পরলে আসে বনলতার নাম
সৃজিয়াছেন তোমায় যিনি, সে ভগবানে প্রণাম।
তিতলি নামটি দিবো ভাবি, যবে আসো খোলা চুলে
রুপন্তি তখনই তুমি- সোনার কানের দুলে।
রূপবতী, রাধিকা নয় রঞ্জনাটাই শ্রেয়
উপমায় তুমি তোমার, সাথে পাছে নেই কেহ।
যত রূপেই আসো তুমি, তুমিই অনন্য
রাঁধা তুমি বারেবার এসো, এই কৃষ্ণের জন্য।