বেতন মানে মধ্যবিত্তের নতুন স্বপ্ন গোনা
বেতন হল পুরনো বীজ, নতুন করে বোনা।
বেতন মানে গৃহিণীর শখ উবচে পড়া ঢেউ
বেতন হল পরিচিত খুব, তবু অন্য কেউ।


বেতন মানে খেলার মাঠে হঠাৎ আঁতকে ওঠা
নতুন কিছু খেলনা ভেবে বাবার পিছে ছোটা।
বেতন মানে দুটো বেলা পোলাও, কোরমা সাধ
বাকি সময় হয়তবা সঙ্গী, ডাল আর সাদা ভাত।


বেতন ভেবে মাসের প্রথম কাটে জাবেদা পূর্ণ রাত্রি
চূড়ান্তটা টানতে গিয়ে তিন ভাগের দুভাগ ঘাটতি।
বেতন মানে হাজার স্বপ্ন, হাজার কল্পনা
বেতন কেবল মধ্যবিত্তের বাঁচার আলপনা।