ভেঙ্গেছে কেবল দিন পঁচিশ হল, ভালবাসার ঘর
উকিলের মেয়ে টাকা-কড়ি পেয়ে পাল্টে ফেলেছে স্বর
কত স্বপ্ন দেখেছি দিবায়, আশায় বেধেছি বুক
ঘুম জাগা রাতে দেখেছি কত, বিড়ির আলোয় পরীর মুখ।


বাপের পকেট মেরে খায়িয়েছি রোজ আইসক্রিম, ললিপপ
তেহেরির দাম দিতে পারিনি তাই, স্বপ্ন ভাঙলে সব।
দিয়েছি কাঁকন যখন তখন, আরও ললাটের টিপ
তবু আজ তুমি, আমায় রেখে ভালবাসা করলে শিফট।
ভালবাসা নিয়ে লিখেছি রোজ অজস্র নোটবুক
আবসোস সেদিন দেখেছিলাম, বিড়ির আলোয় পরীর মুখ।


শাশি খাবে বলে বিকিয়ে দিয়েছি বদনাটা পিতলের
তের হাজার টাকা বাকি পড়ে, সে দোকানটা শিতলের।
বিরিয়ানী মামা টাকা পাবে বলে হারিয়েছি মনের সুখ
কপালের দোষে দেখেছিলাম সেদিন-
                               বিড়ির আলোয় পরীর মুখ।