এ শহর আমায় যা দিয়েছে, নিয়েছে তার বেশি
তবু আমি ক্লান্ত নই দেখো, হাসছি কত, বেশ খুশি।
ছেড়ে যাবার শেষ মুহুর্তেও আমি কাদছি না
কাঁদবো ও না।
সাথে নিয়ে যাচ্ছি, আমার বন্ধুকে
হ্যাঁ, ক্যান্সার, সেই আমার একমাত্র বন্ধু
ভেবেছিলাম, বিদায়টা সুন্দর হবে, একাই কাঁদবো
একাই হারাবো আপন পথে.
না, পেয়ে গেলাম একটি বন্ধু
শেষ দিন পর্যন্ত সেই আমার সঙ্গী, তার সাথেই হাটবো।
তুমি তো তোমার হাতটা দিলে না আমায়
তাতে কি?
জীবননাশি জীবাণু ঠিকই আমার একাকীত্বের সাথি হয়েছে
কথা দিয়েছে, থাকবে আমরণ।
ছুটি নিচ্ছি তোমার থেকে, তোমাদের থেকে
ফিরে আসবো কিনা জানি না
এলে তোমার কপাল রাঙ্গাবো, সিঁদুর দিয়ে
কথা দিলাম। -আজনাদ