আজ কেন কাঁদছি জানো নিলীম?
হ্যা, ঠিকই ধরেছো,তোমার জন্য।
তুমি জয়ী, তুমি আজ উড়তে পারো নীলে
তুমি তো সবাই নও, তুমি তো অনন্য।
শুনে কি হচ্ছো খুশি?
যে আজ কাঁদছি তোমার জন্য?
চেয়েছিলে যেনো ফিরে আসি তোমার থেকে,
এই দেখো, এসেছি। হয়েছো কি তুমি ধন্য?
কিন্তু জানো কি? আমি তাও খুশি,
কারণ, এই কান্না তোমারই জন্য।
তুমি ভেবো না নিলীম,
তোমায় শাস্তি দিতে আমি কখনোই হব না বন্য
এ যে নতুন কিছু নয় প্রিয়,
এতো আমার নিত্য সাথি, কান্না তোমার জন্য।
তুমি হেসো প্রান খুলে,
সাদা মাঠে দোলনা দুলে,
থেকো অন্য কোন উল্লাসের দলে
আর পারলে, আমায় যেও ভুলে।
তবু জেনো,
আমার কাছে নয় তুমি সম, তুমি সত্যি অনন্য,
আমি কেবল কেঁদেই খুশি, শুধু তোমার জন্য।