ভেবেছিলাম আকাশ হব-
তুমি মেঘ হবে বলে,
বৃষ্টি হয়ে ঝরে গেলে-
ধরণীকে ছোয়ার ছলে।
তবুও আমি কাছেই আছি-
পদ্মা নদীর গায়ে,
সূর্য হতে আলো ধার করে,
প্রতিফলিত চাঁদ হয়ে।