বন্দি আমি আজ শোন হে অতীত, আধুনিক দাসত্বের..
তবু রাজা রে ভাই এই আমি আমার রাজত্বের।
বিদ্রোহের তেজী কবিতা বুকে তাও মুখে মেরেছি তালা,
রোজ দিয়ে যাই নিজেকে গালি, এই বলে 'ধুর শালা'।
যদি না থাকতো আমার সাথে আরো কিছু মুখের ক্ষিধা,
ছুরিটা বোধয় বিধিয়ে দিতাম, বা বুকে ঠিক সিধা।
আমার জন্য আমিই যে দায়ী এমনটা ভাবিনা আর,
সব কিছুই তার হাতে লেখা, মন বাসনা বিধাতার।
-আজনাদ (৬/১২/১৮)