ও আমার প্রান ভ্রমর হৃদয়ের প্রফেসর,
মেকআপ নিলে লাগে তোমায় দেখতে ডাইনোসর।
ঈশ্বরের নিপুন সৃষ্টি তুমি, তুমি যেন প্রতিমা
প্রসাধনীতে ঢাকো কেন অমলিন ঐ খোমা?


অসীম সুন্দর তুমি, অতি মিস্টি তোমার হাসি,
লিপস্টিক দিলে তবে সৌন্দর্য দেয় ফাসি।
প্রাকৃতিক তোমায় দেখে মন, বলে ওঠে ভালবাসি,
ফাউন্ডেশনে সামনে এলেই... ভাবি, একি তুমি! নাকি খাসি?


ওরে আমার পূজার দেবী, হৃদয়ের প্রফেসর
মেকআপে তোমায় সত্যি লাগে আস্ত ডাইনোসর।
বিধাতার কারুকার্যে তুমি কতই না সুন্দর,
প্রসাধনীর ছোয়ায় কেন ঢাকো সেই  নিপুণ অন্দর?


-আজনাদ 😀
নোটঃ হাস্যরস সৃষ্টির নিমিত্তে লিখিত