তোমার মনের কোণে অথবা কল্প ভ্রুণে,
নয়তো কালবেলার কৃষ্ণ পারাবারে, আমায় সাথে নিও।
অপ্সরা তোমার স্বপ্নগুলো প্রত্ন হলে আমায় দিয়ে দিও।


হাতের রেখা বৃদ্ধ হলে, ওষধগুলো মিলিয়ে গেলে,
বুনট যদি হারিয়ে ফেলো কালের মহা স্রোতে..
অপ্সরা তোমায় বলছি শোনো, সেদিনও রবো এ প্রাতে।


ভালবাসা, সে তো স্বর্গীয়, হুট করেই তার সূচনা,
আলোচনার অসম ব্যবধানে তার কি যায় বা আসে?
অপ্সরা একবার হাতটা ধরো, আজীবন রইবো পাশে।


-আজনাদ