তুমি আছো বলে তোমার আশায় থাকি
তুমি আছো তাই, শত অভিমান পুষে রাখি
তুমি আছো বলে মধুর লাগেনা কোকিলের ডাক
তুমি আমার তিক্ত অন্তর, মাছ ঢাকার শাক।


তোমার তরে গোলাপের পাপড়ি যেন ঝরে পড়া শুকনো পাতা
তোমার তরে ধ্রুবক সে এক অতল গভীরতা।
তোমার কাছে চাই আমি একটু শান্তি ভিক্ষা
তোমার কি না আসলেই নয়? হে পরীক্ষা!!