খুব অভিমান?
বলে দিতে পারো তা...
চিঠি লিখবো না আর, তোমার ঐ নীল ঠিকানায়।
অসহ্য সব?
তবে বলে দিতে পারো,
আর চাইবো না প্রতি সন্ধ্যায়, তোমার ওই জানালায়।
অভিমান তো আমারও হয়,
সহ্য শক্তি আমারও তো মাত্রা ছাড়ায়,
তবু বলতে যাবার রাস্তা আমার নেই জানা।
তোমায় সে রাস্তা দিলাম,
ফিরে যাবার আস্থা দিলাম,
সামনে না আসো, স্বপ্নে এসো, যেমনটি ছিলো কল্পনা।