অনেক কিছু বলার ছিলো।
কিন্তু কিছুই বলা হয়নি বাবা।
তুমি ছিলে আমার প্রিয় শিক্ষক, আমার পথ প্রদর্শক।
তোমার থেকে শিখেছি অনেক কিছু-
শেখার ছিল আরো অনেক।
বিধাতা হয়তো এটাই ভালো বুঝেছিলেন,
ইহ কালে তাই আর বেশি পেলাম না তোমায়।
ওপারে যখন চিরস্থায়ী বসবাস হবে।
তখন কিন্তু বেশ করে জ্বালাবো-
এ জনমের চেয়ে অনেক অনেক বেশি।
ওপারে ভালো থেকো বাবা।
ও হ্যা, বাবা দিবসের শুভেচ্ছা নিতে ভুলো না...
ইতি
তোমার অনুসারী, তোমার একমাত্র ছেলে
''মুন''