আরো অনেক কিছু শেখার আছে তোমার থেকে।
রূপবতী বলেই তুমি রূপা এমনটি নয়,
তোমায় রূপা বলে ডাকি তোমার চোখের চাহনি দেখে।
নীল শাড়ি আর কাজলে তুমি অনন্য
রুপা নামটি তারই জন্য।


ভণিতা ছাড়াই ভালবাসি,
তাতে অবহেলা! তা ছিল না জানা,
থাক না অবহেলা তবু ভালবাসতে তো নেই মানা।
হাতের সাদা চুড়ির টানে, না হয় আসবো ফিরে ফিরে
ভালবাসার আবদারে থাকবো না হয়তো ঘিরে।
তুমি রবে তোমার নীড়ে, শত কাজের ভিড়ে
তবু চাই তুমি বিধো এ বুকে...
ভালবাসার নয় হয়ে অবহেলার তীরে।
-আজনাদ (১১/২/১৭)