বাড়ি ফিরবে বলে এখনো ডানা ঝাপটায় নীলকণ্ঠি ডাহুক
কে জানে তা কত পথ অথচ এখনো উড়ে
সমুদ্রের পাড় ধরে নোনা জল মেখে মরিবার তৃষ্ণা নিয়ে।
বাড়ি ফিরবে বলে মেঘেরা ছুটে তড়িঘড়ি
কান্নায় ভেজে সবুজ ক্ষেত- দুধে ভরে স্তন কৃষাণীর, শিশু হাসে তার সাদা মুখে।
বাড়ি ফিরবে বলে বন্ধু বিদায়, যাচ্ছি রে ভালো থাকিস কিংবা অনেক প্রিয় মুখ আহত করে শেষ পথে হাঁটা হয়
বাড়ি ফিরবে শুনে শান্তি পায় মা
অপেক্ষা শেষ হয় তার
এক সন্ধ্যায় মরে যায় মা
নীলকন্ঠি ডাহুক পড়ে থাকে অচেনা উঠোনে
মেঘেরা বলি হয়- দুরত্ব পায় বন্ধু
বাড়ি ফিরবে বলে বাড়ি ফেরা হয় না আর।
একটি বাড়ি পড়ে থাকে সকাল দুপুর সন্ধ্যা জুড়ে যেখানে তার শৈশব যেখানে তার নাড়ী।