দিকে দিকে আজ আলোর রোশনি বিজয় পঞ্চাশে,
বিজয় গৌরবে মেতেছে বাংলা রাতের আকাশে।
এই আলোক প্রভা ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে,
সাম্য, ন্যায় আর মানবিকতায় হাসুক চারপাশে।


বেকারের বোঝা, শিক্ষার অভাব না থাকুক কোনখানে,
স্বাস্থ্যসেবা হোক সবারই, নিরন্ন না থাক দানে।
নারী স্বাধীনতা, সম্প্রীতিবোধ আসুক অনায়াসে,
আসবে সেদিন বাংলার জয় প্রকৃত উল্লাসে।


না থাকুক কেউ উচ্চবিত্ত, না থাকুক কেউ নিম্নে,
সবাই হবে সমানে সম, ন্যায়দণ্ডের সমনে।
বাঙালিত্বের এক পরিচয় বাঙালি যদি বাসে,
বাংলা হবে 'সোনার বাংলা' সবার অভিলাষে।


জয় বাংলা বাংলার জয় গৌরবের সেইদিন,
মনপ্রাণে চাই থাকুক বিজয় প্রতিঘরে প্রতিদিন।
আসুক যত ঝড়-ঝঞ্ঝাট থাকো বাংলার পাশে,
হাসলে বাংলা হাসবে বিশ্ব বিজয়ের উল্লাসে।


©চৌধুরী বাবলা
পহেলা পৌষ ১৪২৮
১৬ ডিসেম্বর ২০২১|বৃহস্পতিবার
লাভলেইন|চট্টগ্রাম