কত পাপীতাপী করিয়াছ ক্ষমা দয়ার সাগর তুমি,
প্রেমডোরে বাঁধি সকল মানবে ধন্য বেথেল ভূমি।
আজ 'বড়দিন' তোমার জন্মদিন খুশিতে ধরণীতল,
ম্যাজায়ে যে তারা দেখিয়েছে পথ, আজো করে ঝলমল!
সেই পথে খুঁজি শান্তির পরশ যুগে যুগে যায় নমি।


দিকে দিকে আজ কত অসহায় নিঃস্ব-রিক্ত জন,
ত্যাজিয়া স্বার্থ কে দিবে সেবা, রচিবে কে প্রেম ভুবন?
সুসমাচার মেনে কে হল বড়? সাক্ষী রহ শুভদিন,
মিলায়ে মিলাও হৃদয়ে হৃদয়, আজ শুভ বড়দিন--
এইদিনে তুমি নাশো দ্বেষ-ঘৃণা, প্রভু হে নিরঞ্জন।


যে প্রেমধর্ম বিলায়ে জগতে, আনলে নতুন ভোর,
যুগের পরে যুগ চলে যায়, কাটে না প্রেমের ঘোর।
মানবমুক্তির যে অগ্রদূত, প্রেমেতে যে দুর্জয়,
যুদ্ধে যুদ্ধে করোনি তো জয়, সেবিয়ে এনেছ বিজয়।
হে প্রভু যিশু, তাই আবার এসো, কড়া নেড়ে সব দোর।


©বাবলা চৌধুরী
১০ই পৌষ ১৪২৭
২৫ ডিসেম্বর ২০২০||শুক্রবার
লাভলেইন||চট্টগ্রাম