এই যে দ্যাখো বিশ্ববাসী
লাল-সবুজের বাংলাদেশ,
এই দেশেরই সব মেয়েদের
গুণ-রূপেতে নেইকো শেষ।


ভাবছে কেহ এই মেয়েদের
আছে কেবল দুটো হাত,
বুঝতো যদি দশভুজা
বুঝতো তবে তাদের জাত।


ঘর-বাহিরে মাঠে-ঘাটে
সবখানেতে বিচরণ,
রান্না থেকে খেলাধুলোয়
কার সাধ্যি যে ভাঙে রণ্?


চোখ রাঙালে আরও বাড়ে
এগিয়ে যাবার দৃঢ় পণ,
এই মেয়েরাই শক্তিপীঠে
পূজিত যে সর্বক্ষণ!


চক্ষে তাদের জয়ের নেশা
অসুররা তাই পাচ্ছে ভয়?
এই বুঝিবা রাজ্য হারায়
দানবরূপী দণ্ড ক্ষয়!


কেতাব গীতে বাঁধতে চাহে
হোক না যত যুগবদল,
হুক্কাহুয়ার উচ্চরবে
থামে কী আর মনবদল?


ভাবছো তুমি কেমন করে
রাখবে গোপন যুগের সাজ?
শিকল ভাঙার গান শুনে তাই
পড়লো বুঝি মাথায় বাজ!


দম্ভ তোমার থাকে কেবল
স্তম্ভ হয়ে দণ্ডবৎ,
তাই বুঝিবা যেথাসেথা
খুঁজতে থাকো সহবৎ?


ভুল পড়িলে জীবন কেতাব
বুঝলে নারে মানুষ দায়্,
কেউ উঁচু নয়, কেউ নিচু নয়
সব মানুষই সমান ভাই।


এই পৃথিবীর রঙের খেলায়
আসছে আরও রঙিন দিন,
ভুল কোরো না সম্মান দিতে
সব মানুষে সর্বদিন।


২৬ ভাদ্র ১৪২৯||শনিবার
১০ সেপ্টেম্বর ২০২২
লাভলেইন||চট্টগ্রাম