পরিযায়ী পাখির মতোন ভালবাসা
কবে কোথায় আসে আর কোথায় যায়
সাক্ষী করে সমস্ত শরীর দাগ টানে--
নিভৃত উপমায়, কালের বারান্দায়


তবু কি চেনা হয়, চেনানো যায় কিছু?
না নিজেকে, না তাকে? এ কী একলা চলা!--
ঘড়ির ডানা কেটে যে জুড়ে যায় ইচ্ছে
পাখির ডানায়, ভাবে তো চির-অবলা


পেছনে ফেলে আসা পথের মত সে
বিচূর্ণ ধূলির আস্তরণে গড়ে তোলে
নতুন প্রাসাদ। আবার ভালবাসায়
ততক্ষণে নতুন শীত গ্রীষ্মকে ভোলে


স্তনগুলো ঝুলে যায় লাশকাটা ঘরে
চেনা-অচেনায় এই মিলিত সংসারে


২১ সেপ্টেম্বর ২০২২||বুধবার
লাভলেইন||চট্টগ্রাম