আছি কিন্তু নাই, নাই কিন্তু আছি-- জমে কি আড্ডায়?
গরম চায়ের পেয়ালায় জাগে ধোঁয়ামাখা ভোর
কেউ জপে রাধা, কেউ কৃষ্ণ, গোপন জপমালায়
অচিনই থাকে উষ্ণ কুয়াশার মরীচিকা ঘোর!
শীতের ঝরাপাতায় যে বুঝেছে ফাগুনের ঘ্রাণ
গৈরিক বসনে বসে কি সে ব্যর্থধ্যানে তপোবনে?
পরিযায়ী পাখির মত খুঁজে নেয় উষ্ণ বাগান
ফাটলধরা জমিতে আনে বৃষ্টি-- বসন্ত প্লাবনে।


কেউ তো থাকে না চিরন্তন অপেক্ষায় কারো কাছে
ঈশ্বর কণার মতো বিরাজিত বিভিন্ন কোটরে
স্বপনে-জাগরণে নিত্য নতুনে মাটি ছেড়ে নাচে
বয়ে যায় বেলা, শুধু অবহেলা, চিনে না আপন-পরে।
হয় না সময় তালিজোড়া দেয়া-- ছাতার ফুটোয়!
তবুও কার লাগি কে গাঁথিছে মালা বিনি সুতোয়?


©চৌধুরী বাবলা
মধ্যরাত ১২.২১টা - ২.১২টা
২৭ ডিসেম্বর ২০২১|সোমবার
বারোই পৌষ ১৪২৮
লাভলেইন|চট্টগ্রাম