নিরব মেয়েটিকে যখন বলল
আমার ভালবাসা তোমার ভিতরে আমার সত্তার একটি জলন্ত মশাল হয়ে জন্মলাভ করেছে
আমার দ্বিতীয় আত্মা
তখন মেয়েটি ভাবছিল একটি জড় পদার্থকে সঙ্গী করবে, তাই নিরবের মশালকে নিভিয়ে দিয়ে সে চলে গেল তার অর্থহীন ভালবাসার কাছে |


নিরব জেগে থাকে স্বপ্নহীন মরুভূমির ভিতরে
সেখানে তার সঙ্গী হয় নিষিদ্ধ স্বপ্ন এবং নিষিদ্ধ অন্ধকার
একটি একটি করে কালো ধোঁয়া যখন তার শরীরে প্রবেশ করতে থাকে
অর্থহীন ভালবাসা ঠিক তখন অন্য পুরুষের সুখের আশা জাগাতে থাকে |


বাবার কথা শুনেনি, মায়ের কথা শুনেনি, বোনের কথা শোনেনি নিরব
সে প্রতিনিয়ত আরো ভয়ংকর হচ্ছে তার জগতে
এভাবে চলতে চলতে একদিন এক মদের দোকানে এসে মাতাল হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল
পিছন থেকে এক নারী কন্ঠ তার সঙ্গী হতে চাইলো
এ নারী অন্যসব নারীর মত নয়
এ নারীর চোখ হাজার পুরুষের কামনাকে ভালবেসে নিজের জীবনকে বিলিয়ে দেয়া নারী
এ নারী ভালবাসাহীন সমাজ থেকে বঞ্চিত নারী
এ নারী সুবিধা বঞ্চিত নারী
নারীটির বয়স কত হবে, আনুমানিক সতেরো
সে জৈবিক চাহিদা মিটিয়ে নিরবের কাছ থেকে কিছু আশা করছিলো
নিরব মেয়েটির দিকে একবার তাকিয়ে, ও সব আমাকে দিয়ে হবে না , আমাকে কী তোমার খারাপ মনে হয় ! তুমি খারাপ হতে পারো, আমি না |
নিরব যখন বাড়িতে ঢুকবে, তখন পিছনে একটি ছাঁয়া দেখতে পেলো
মেয়েটি দাড়িয়ে আছে
আরে তোমাকে না বললাম- আমার লাগবে না
মেয়েটি তার অভাবের কাহিনী যখন শুরু করলো নিরবের মানবতার মন কেঁদে উঠলো |


রাত বারোটা বাজতেই বাজে একটি গন্ধে মেয়েটি জেগে উঠলো
নেশায় ডুবে আছে নিরব
মেয়েদের প্রতি কোন আসক্তি নেই
তাদের প্রতি তার ভিতরে অনীহা জন্মলাভ করেছে  |


মেয়েটি বলল-আমরা কী এভাবেই বসে থাকবো ?
আমার কোন ইচ্ছা নেই, নেশাই নিরবের ইচ্ছা
আমি নেশাকেই ভালবেসেছি |
আমি না হয় নেশাকেই ভালবেসেছি
তুমি কেন নিষিদ্ধ জগত বেছে নিয়েছো
তোমার নাম ও তো জিজ্ঞেস করা হলো না |


আমি নীলিমা----- চোখমুছে বলল : আমি যখন পড়াশোনা নিয়ে স্বপ্ন দেখছিলাম এবং পড়াশোনায় ব্যস্ত ছিলাম, তখন বাবাকে হঠাত হারিয়ে ফেলি | একমাত্র সম্বল বাড়িটি আগুনে পুড়ে যায়, চোখে তখন টিকে থাকার লড়াই, পরিবার নিয়ে টিকে থাকার লড়াই, আমি হেরে যাই অভাবের কাছে, আমি হেরে যাই নিয়তির কাছে, কেউ দেখতে আসেনি আমার ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলোকে, কেউ দেখতে আসেনি আমার পরিবারকে...
আপনি কেন নেশায় ডুবে থাকেন ?
নিরব নেশা নিয়ে তাকিয়ে থাকে নীলিমার দিকে
চোখ থেকে জল অবিরাম পড়তে থাকে
কিছু সময়ের ধারণা বদলে যায় |


আমি একটি মেয়েকে ভালবাসতাম
বলতে থাকে নিরব তার সাজানো স্বপ্নগুলোকে নিয়ে
তার জগত নিয়ে |
এভাবে সকাল হয়ে যায়
এভাবে প্রতিদিন সকাল হয়ে যায়
তার আর নেশা করা হয় না
নিরব এক নতুন নেশায় আসক্ত হয়ে পড়ে
নীলিমার কথা ও তার ভালবাসার নেশা |
নিরব নিষিদ্ধ জগত থেকে চলে আসে আলোর জগতে
নীলিমাও নিষিদ্ধ জগত থেকে চলে আসে আলোর জগতে
''পিছন থেকে ডাকলো নিষিদ্ধ নারী
হতবাক নিষিদ্ধ পুরুষ
দুই নিষিদ্ধ স্পর্ষ প্রাণ আলোর ঝলকানি''
পরিণয় ঘটে দুটি প্রাণের
জয় হয় ভালবাসার |