প্রিয়া, ঐ দেখ সোনালী গ্রাম দেখা যায়
ওখানে কিছুটা সময় প্রায়শ্চিত্য করার
মক্ষম সময় এখন
চল সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে পড়ি ৷


একি খোলা আকাশে তাকিয়ে কী ভাবছো?
হুম বুঝতে পেরেছি -
প্রায়শ্চিত্য করার কথা শুনে ঘাবড়ে গেলে
ভাবছো এমন কী হলো এত কঠিন কথা এলো
তাহলে শোন- যে লোকালয়ে জন্ম হয়েছে আমার
সেখানে দুটো কাক বসে পাহাড়া দিচ্ছিল আমায়
কাকের ডানাগুলো ঠিক উর্বর জমিনের মত ছিল
ফসল যেমন আবাদ করতে গেলে চাষী উর্বর জমি খোঁজে
না পেলে হতাশায় বাড়ি ফেরে
সেভাবে উর্বর জমিনের জন্য কারো কাছে যেতে হয়নি আমার
না চাইতে পেয়ে গেছি সোনার চামুচ ৷
তবে এমন কী হলো অনুশোচনা দানা বাধলো মনে
তাহলে শোন-
আলোর পৃথিবীতে তাকিয়ে দেখি
শুধু কালো ধোঁয়া
সেই কালো ধোঁয়া আমার শরীরে প্রবেশ করেছে কিছুটা
তখন কালো ধোঁয়াকে বললাম-
শরীর থেকে বেরিয়ে যা
কিন্তু সে বের হলো না
আমাকে দেখাতে থাকলো পুরনো হয়ে যাওয়া কালো ধোঁয়াযুক্ত অনেক মুখমন্ডল
আমি দেখতে থাকলাম
তারা ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে আমি নিষেধ করছি
বলছি ধোঁয়া আর ছেড়ো না
প্রকৃতির বাতাস একদিন নিশ্বাস বন্ধ করবে
আমি সোনার চামুচ নিয়ে জন্ম গ্রহণ করেও কিছু করতে পারছি না
কাক দুটিও সেই বিষাক্ত কালো ধোঁয়া দেখেছে
এবং আমাকে দেখতে সাহায্য করেছে
যতটুকু দেখেছি তা শরীরে ঘুড়পাক খাচ্ছে
এখন ভাবছি- ধোঁয়াবিহীন উপত্যকায় গিয়ে তা ঝেড়ে ফেলবো
এবং নতুন পৃথিবী খুঁজবো ৷


প্রিয়া, এখন তুমি কী আমার সঙ্গে সঙ্গী হবে ?


কেন নয় ! আমিও সোনালী আকাশ দেখতে চাই প্রিয়
চল, বেরিয়ে পড়ি সন্ধ্যা হওয়ার আগেই ৷