ইঁদুরটি ঢুকে গেল ম্যানহোলে ৷ কীটেরা ঘিরে ধরল
লেজ কাটার মিশনে ৷ তাদের একটি বিশালতর
লেজ দরকার ৷ লেজ চাই ,লেজ চাই, লেজ ৷
এবার একটি বিড়াল ঢুকে গেল ম্যানহোলে ৷
কাঠ বিড়ালি মার্কা বিড়াল ৷ বালিশের মত
লেজের আকার ৷ ঐ বালিশটি কীটেরা দখল
করতে চায় ৷ বিড়ালের মুখ থেকে হাম্বার ডাক ৷
এক গ্লাস কেরোসিন উপহার দিতে চায় কীটদের ৷
যেন আগুনে পুড়িয়ে একটি কৃত্রিম লেজ
বানাতে পারে ৷ ইঁদুরটি বিড়ালকে ভর্ৎসনা করে
চলে যায় ৷ শেষে বিড়ালটি তার লেজ হারিয়ে
ইঁদুরটিকে খুঁজতে থাকে ৷ পথ আর তার শেষ হয় না ৷



ইঁদুরটি এবার নতুন রাজ্যে সৃষ্টি করে ৷
লেজের রাজ্য ৷ বিড়ালটি ঐ রাজ্যে ঢুকে পড়ে ৷
সকলে তাকিয়ে আবিষ্কার করে ভিন্ন জগতের
এক এলিয়েন ৷ লেজ কাটা এলিয়েন ৷ সে এবার
অন্যের কাছে রসের উপকরণ ৷ পরে লেজের
বিষন্নতায় বার্ধক্য নেমে আসে ৷ অবশেষে,
নিজের দেহ কেটে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে ৷
ডাস্টবিন প্রাণ ফিরে পায় ৷



এবার ডাস্টবিন রাস্তায় চলতে থাকে ৷
শিয়াল, বাঘ মলমূত্র নিয়ে ঘুরতে থাকে ৷
ডাস্টবিন তাদের কাছে এসে দাঁড়ায় ৷
তারা ডাস্টবিনে মলমূত্র ত্যাগ করে চলে যায় ৷
সেখানে নতুন গাছ সৃষ্টি হয়- শিবাঘ গাছ ৷
ডাস্টবিনে গাছটি বড় হতে থাকে ৷
অনেক অনেক বড় ৷ ডাস্টবিন চলতে থাকে........
এক সময় থেমে যায় ৷ গাছের চাপে মরে যায় ৷
গাছটি এবার ডাস্টবিন থেকে উঠে যায় ৷
এবং চলতে থাকে পথে প্রান্তরে ৷
অনন্তকালের ফলে ৷