একুশ আমার ভালবাসা
একুশ আমার প্রাণ
একুশ আমি ধারণ করি
চেতনায় সে অম্লাণ ৷


একুশ দিল বাঙলা ভাষা
সালাম, বরকতের মান
একুশ শত লোকের আশা
যার নেই কোন পরিমাণ ৷


একুশ আসবে বছর জুড়ে
শত মানুষের অশ্রু নিয়ে
স্মৃতির পাতায় ধারণ করে
মানুষ গাইবে শত গান ৷


একুশ তুমি থাকো বুকে
চিরদিন তুমি নিজের করে
যত আসুক বিপদ পথে
দাঁড়িয়ে থাকো নিজের ঘরে
শত শত কামনা করে
তোমাকে দিতে চাই উপহার ৷


নতুন ভোরে প্রভাত ফেরিতে
গাইবে কত বিশ্ব লোকের ভাষা
তা-রি মাঝে গাইবো আমি
আমার প্রিয় একুশে ফেব্রুয়ারি
আমি কী তা ভুলিতে পারি ৷