তুমি অন্ধ --- আমার কাছে এসো না
তোমার জানালা বন্ধ--- তাই আমার কাছে এসো না
তোমার দরজা ঘুন_এ খেয়েছে---- তাই, দূরে থাকো আমার কাছে এসো না
তোমার কথায় পথগুলো অধিকার হারায়---- তাই, আমার কাছে এসো না
তুমি তোমার স্বপ্নকে বঞ্চিত করো----- অবাঞ্চিত স্বপ্ন নিয়ে আমার কাছে এসো না
তুমি তোমার অসুন্দর মন নিয়ে অনেক খুশি---- তাই, আমার কাছে এসো না
তুমি গোলাপ ফুল স্পর্ষ করলে মরে যায়---- সেই মরা ফুল নিয়ে আমার কাছে এসো না
তোমার কথাগুলো আকাশ থেকে মেঘ নিয়ে আসে----- সেই মেঘ নিয়ে আমার কাছে এসো না
তোমার রক্তমাখা পোশাক নিয়ে আমার বাড়ির কারো হাত ধরতে এসো না
লোভ করে জীবনের শরীর অপবিত্র করেছো----- তাই, আমার কাছে এসো না


তোমার শরীর যেইদিন চিনতে পারবে অন্ধ ও অন্ধকারের গলিপথবিহীন একটি পবিত্র বাড়ির নকশার ঠিকানা এবং সেই বাড়ি খুঁজে পাবে-----
তখন তুমি আমার কাছে এসো |