হ্যালো আপনাকে বলছি, চলেন সম্প্রীতি গড়ি
বিদ্যমান ব্যথা ভুলে সমুদ্রের গর্জন ভুলে
নীল আকাশে চন্দ্র ভ্রমণে একই সাথে মরি ।
চলেন সম্প্রীতি গড়ি ।
মসজিদ, মন্দির, গ্রীর্জা/ চলমান সমস্ত ধর্ম বিদ্যা/
আসেন এক সাথে গড়ি ।
চলেন সম্প্রীতি গড়ি ।


মানুষ রূপে লেলিন, রুশো অথবা মুহাম্মদ, বুদ্ধ দেব কিংবা যীশু,
অথবা গুরু নানক অথবা শ্রীকৃষ্ণ
তাদের মতবাদ দেখ,
তারা ছিল সৎ আদর্শ ধারণ করা ভূমিষ্ট হওয়া পরিস্কার শিশু ।
চলেন ধর্মীয় বন্ধন_এ মিশি ।
চলেন সম্প্রীতি গড়ি ।


জাপানে হিরোসিমায় ভূমিকম্প বাঁধা হয়ে দাড়ায়
ভেঙ্গে যায় বাড়ি-ঘর সমস্ত মৃত শহর
বুদ্ধনিজম, সিন্দুনিজম একসাথে নতুন করে গড়ে তোলে
নীল আটলান্টিক মহা-সাগর ।
চলেন আটলান্টিক মহা-সাগর গড়ি ।
চলেন সম্প্রীতি গড়ি ।


ধর্ম নিয়ে যারা বেশি কাড়াকাড়ি করে, তারা অবশেষে জ্বলে-পুড়ে ধুকে ধুকে মরে,
শিক্ষা সংশয় মানুষের থাকতেই পারে, সমতা বিধান আলোকিত দেশ গড়ে ।
চলেন আলোকিত সমাজ গড়ি ।
চলেন সম্প্রীতি গড়ি ।


গোলাপের লাল রং আকর্ষন করে, তারা কিন্তু এক সাথে ফুটে ।
সবুজ মাঠের ঘাঁসগুলো দেখ, সবুজ হয়ে তারা একসাথে সবুজ পতাকা হয়
দূর মহাশূন্যে সূর্যকে আমন্ত্রণ জানিয়ে পতাকা লাল শুভ রঙ পরিপূর্ণ হয় ।
আসেন একসাথে পতাকা গড়ি ।
চলেন সম্প্রীতি গড়ি ।


(সর্ব সত্ত্ব কবি কর্তৃক সংরক্ষিত )