আমাকে কেউ যেতে দেয়নি যাদুকর
কৃষকের কাছে ৷
দেখতে দেয়নি কিভাবে যাদুকর পরম যত্ন
সহকারে বীজের সাথে মাটির সম্পর্ক ঘটায় ৷
পরম আনন্দে এক এক করে ফসল
পৃথিবীর মুখ দেখে হাসি ছড়িয়ে দেয়
প্রকৃতি, মানুষ ও প্রাণিকুলে ৷
এ এক অনন্য যাদু
প্রেমে পড়েছি তার অলৌকিক সাধনার,
তবুও
নিরেট বীজ বুনতে পারিনি
দেহকোষ ছোট মাঠে ৷
তাহলে কী করে অলৌকিক কিছু বেড়িয়ে
আসবে সে স্থান হতে ৷
গুণীরা তবে কোন পথে হারিয়ে যায়
দৃশ্যে দেখার সৌভাগ্যের মৃত্যুতে
গোরস্থান নির্মিত হয় ডিজিটাল যাদুর ঝলকে
বহুকাল ধরে উর্বর জমিতে লাশ হয়ে
পড়ে থাকা যেন ফ্যাশনের কৃত্রিম পোশাক
একটিবার গায়ে জড়াবার সময় হয় না
আমাদের ৷