মানুষ রয়েছে আজ কারারুদ্ধ অবরুদ্ধ
মানুষ রয়েছে আজ কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ
মানুষ আজ ঠকিয়েছে মানুুষকে তাই আজ মানুষের এই পরিনতি
মানুষ আজ ঠকিয়েছে পশু পাখির অবাধ বিচরণ ভুমিকে
মানুষ ঠকিয়েছে বিশ্বের সব মানুষকে
মানুষ দেখেনি কোন মানুষের ভালবাসাকে
মানুষ দেখেনি মানুষের পচে যাওয়া সময়কে
মানুষ দেখেনি মানুষের মৌলিক সত্তাকে
তাই আজ মানুষ কারারুদ্ধ অবরুদ্ধ
কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ ।


মানুষ পাখিদের দেখে আজ আকাশে উড়ে
মানুষ পারে না স্বাধীনভাবে পাখিদের সাথে উড়তে
পাখিরা আজ জয় করে পৃথিবীর সকল কোলাহল
পশুরাও জয় করে সকল কোলাহল
এটাই প্রাণিদের জয়
মানুষের পরাজয়
মানুষ করেছে হিংসা অহংকারের পাহাড় নির্মাণ
তাই আজ মানুষ পুড়ে যায়
এক মানুষ থেকে আরেক মানুষ হয় ভিন্ন
মানুষকে দেখে মানুষ আজ পালিয়ে বেরায়
মানুষের সমাজ আজ হয়ে গেছে ধ্বংস
তাই মানুষ আজ কারারুদ্ধ অবরুদ্ধ
কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ ।


মানুষ জলের জন্য, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য মেরে ফেলেছিল উটের পালকে
মানুষ সভ্যতাকে বাড়ানোর জন্য হানা দিয়েছিল পশুদের ভুমিতে
মানুষ প্রথম সারির প্রাণি প্রমাণ করার জন্য হানা দিয়েছিল পশুদের শরীরে
মানুষ সভ্যতাকে বাড়ানোর জন্য হানা দিয়েছিল স্বাধীন মতামতকারী মানুষের শরীরে
মানুষ আজ সেই অবাধ ধ্বংসকারী বোধের এক বিন্দুতে পরাজিত
মানুষ আজ নিজ কর্মে কতই আনন্দিত
তাই আজ মানুষ পালিয়ে বেরায়
বিশ্ব থেকে বিশ্ব ।
মানুষ তার অপকর্মে থাকবে চিরকাল কারারুদ্ধ অবরুদ্ধ
মানুষ চিরকাল থাকবে কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ ।


...............................
...............................
মানুষ যদি মানুষের অধিকার ফিরিয়ে দেয়
মানুষ যদি প্রাণিদের মূল্যেবোধ বুকে ধারণ করে
প্রাণিদের নিজ সত্তার অংশ মনে করে
যদি মানুষ সত্য ভালবাসা মানুষকে ফিরিয়ে দেয়
তাহলে মানুষ থাকবে না আর কারারুদ্ধ অবরুদ্ধ কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ  ।


মানুষকে সভ্যতা ফিরিয়ে আনতে হবে
যে সভ্যতা মানুষকে বিভেদের জাল বিছিয়ে দেয় না
সে এক অসম সভ্যতা যা মানুষকে প্রকৃতির সাথে মিলিয়ে নেয়া যায়
প্রকৃতি ও মানুষ হবে মহাদেশ পরিপূরক
তাহলে থাকবে না হিংসা অহংকার ক্রোধ
ক্রমান্নয়ে মানুষ সত্য শিখবে সত্য জানবে
গড়ে তুলবে সুন্দর মহাদেশ
তখন মানুষ বলতে পারবে আমরা নই কারারুদ্ধ অবরুদ্ধ
নই কারাবন্দি গৃহবন্দি অবরুদ্ধ ।