ওগো মশা তুমি আর কতকাল মানব শরীরে এসে কামড়িয়ে যাবে
আরকতকাল অবুঝ থাকবে
তুমি প্রথম কামড়িয়ে ছিলে নিচতলার ঘরে
সেখানে তোমরা কম ছিলে
তবু তোমরা কামড় দিয়েছিলে


আবার যখন তোমাদের যন্ত্রণায় দোতলার ঘরে উঠলাম
এবার তোমাদের নেতাকে নিয়ে বিশ্ব যুদ্ধের ডাক দিলে
এবং আমার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় তোমাদের সৈন্য নিযুক্ত করলে
টার্গেট করলে মাথার মগজ হতে পায়ের পাতা পর্যন্ত আমাকে দংশন করবে
আমি অবাক হলাম মশারাও দংশন করে


চারিদিকে মশা আর চারিদিকে মশা
আমি এবার এক লাফে ছয় তলার ঘরে প্রবেশ করলাম
এবং মশার কয়েল জ্বালিয়ে দিলাম
এরপর মশারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলো
যদিও সেটা কিছুক্ষণ_এর জন্য, তারপর- তারা আবার সক্রিয় হবে
মশারা তবে কী মিশুক হবে না ?
মানুষের সাথে কী মিলেমিশে থাকার আগ্রহ কখনও জন্মাবে না ?
অবশেষে :
মশা, তোমরা মিশুক হও
অহেতুক কামড় দিও না মানুষকে |