কবিতা মনের কথা বলে, কবিতা মানুষের কথা বলে । কবিতা ভালবাসার কথা বলে, কবিতা ঐক্যের কথা বলে।
কবিতায় মানুষ বেঁচে থাকে, যুগ বেঁচে থাকে, সংস্কৃতি বেঁচে থাকে, মূল্যেবোধ বেঁচে থাকে । কবির কলম চেষ্টা করে ভাল কিছু করার, তাই কবি লিখে চলে তাঁর অভিজ্ঞতার আলোকে নতুন নতুন কাব্য । তাই কবি ও কবিতা বেশি ঘষামাজা না করাই ভাল । এতে করে শৈল্পিক মনোভাব হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়ে যায় । তাই লিখে যাক কবি তার না বলা কথা নিরবধি ।


                    কবিতার আসরে আমার সকল কবি বন্ধুর প্রতি নিরন্কুশ ভালবাসা । সবাই ভাল থাকবেন ।