আমি কবি সেই সব মানুষের
যারা শুধু সত‌্যের গান গায়,
আমি কবি সুন্দর সমাজের
স্বপ্ন দেখি; গাই সাম্যের গান।


আমি নই নজরুল নই রবীন্দ্রনাথ।
আমি মানি না-তো সেকেলে কোন
জাত-প্রাত;
আমি স্বপ্ন দেখি সুন্দর সমাজের ।


আমি হুঙ্কার দেই গর্জন করি
তাণ্ডবে পিষে ফেলেত চাই
অর্থহীন এই সমাজ ব্যবস্থা
তারাতো নাস্তিকবাদী মূর্খের দল।


আমার কবিতা তাদের জন্য
একঘেয়ে জীবনে নিয়ে যারা ব্যস্থ
তাদেরো বলি, যারা কর্মঠ
আসো, সুন্দর সমাজের জন্য ।