নিজেকে নিয়ে এতো বেশি গর্ব
যারা করে তারা মরে শুয়ে
পরে মাটিতে। তাদের এ আচরণ
যুগ যুগ ধরে এ পৃথিবীতে
তবুও তারা পায়নি হয়নি মুক্ত
এ ধ্বংসলীলা থেকে। দোষ এদের
বললে হবে ভুল। তারাই তাদের
অবচেতন মনকে ধরে রাখতে পারেনি
হয়নি ভুল সংশোধন। কিংবা এদের
প্রিয় জায়গাগুলো মনে হতে পারে
তাদের কাছে শ্রেষ্ঠ; অথবা যে বোধ
তারা লালন করেছিল উপরে উঠার
তা অন্যের কারণে হয়েছে বাধাগ্রস্থ
এতে তাদের বোধ ক্ষিপ্ততা প্রকাশ
করে বিনাশ করনে চায় অন্যের
প্রতিভাকে, কিংবা অপরের চাওয়া-পাওয়াকে।
কিবা লাভ এ কার্য প্রণালীতে
নিজের কাজগুলো ভাল না ভেবে
যারা নির্মাণ করে আধুনিক ভাবনাগুলোকে
তাদের পক্ষে কিছু কথা বলা
তাদের সাথে চলা গর্বকে মুছে
ফেলা ভালবাসার জায়গাগুলোকে দেখে চলা
এটাইতো প্রকৃত মানুষের পরিচয় বহন
করে চলে। তাকে উচ্চতায় নেয়।