প্রিয়তমা আমায় চেনেনা, চেনে তার মুখমণ্ডল
আমাকে আঘাত দিয়ে খুশি, তার মাথায় গণ্ডগোল।


সন্দেহ রোগ ঘারে চেপে বসে, এটা নাকি ভালবাসাবোধ
বিশ্বাস যদি নাই থাকে তবে কেন পরিবার রোধঃ
আশা নিয়ে বেঁচে থাকা শুধু, এটাই চাওয়া মূল্যেবোধ
এতো সব গান এ কবিতা, প্রাণ দেখবে তার ক্রোধ।


জীবন যদি রবে সন্দেহে, তাহলে চাইনা কারো দান
অথবা ক্ষণিক হাসি দেখা, যে হাসিতে শুধু বলিদান।


যখন আমি কাব্যে মেতেছি, খোলা মন কাকে বলে জানি
তাই কবিতার কাছে ঋণী, আমি শিখেছি হতে অশনি।
বারবার প্রিয়াকে বলেছি, রাখো চেতনার গায়ে হাত
উপলব্ধি জ্ঞান বেড়ে তা হতে পারে তোমার মাত।


তবু তুমি শুনলে না বাদ, কেমন তোমার অভিমান
অর্থহীন ঘোরে আছো তুমি, ভুলে গেলে আমি বিরমাণ।