ছন্দে কবিতার ভাবগুলো কান্না করে
বলে: ছন্দ দিতে গিয়ে করলে
আমার সাথে দ্বন্দ্ব! আমি তোমার
চাপে দিশাহারা প্রকৃত ভাবনা গেছে
চলে, গণ্ডিতে আমায় রেখেছো বেঁধে।
আমার স্বাধীনতায় আমি কথা বলিনা
চিন্তাশক্তি যান্ত্রিকতায় একপেশে মনোভাব স্বাধীনতা
খুঁজে। কবিতার কথামালা সংক্ষিপ্ত হয়ে
হিসেব খুঁজে, এটি কোন ছন্দে
দিলে ভাল লাগে? কিছু ভাবের
উচ্ছেদ অভিযানে কবিতা আক্ষেপ করে,
আমি কেন এ পৃথিবীতে মানদণ্ডে
অভিশপ্ত হয়ে এক টুকড়ো কাগজে
ঘুড়ে বেড়াবো। কবিতা যদি হবে
বেড়াজালে বন্দী তবে জীবনকে থামিয়ে
দাও, আবেগ থামিয়ে দাও, কান্না
থামিয়ে দাও, হাসি থামিয়ে দাও,
আশা থামিয়ে দাও, এগুলো নিয়মে
নিয়ে আস নির্দিষ্ট কর পরিধি।
এটি অসম্ভব , তা চলমান সত্য
জীবন পরিধি নির্দিষ্ট গণ্ডি মানেনা।
কবিতাকে ছেড়ে দাও তার মতে
অবাধ বিচরণে প্রকৃতির সুন্দর বিশ্লেষণে
তা হয়ে উঠুক পরাধীনতা মুক্ত।