বাঙলার সীমান্তে যখন একটি লাশ
ক্রন্দন করে বলে, আমি ফালানি।
আমার মৃত‌্যু কেন এত নির্মম
হল। আমিতো কারো কোন ক্ষতি
করিনি, তবুও আমায় ঝোলতে হল
কাঁটা তারে। যারা পাখি শিকার
করে তারাতো পাখির অন্তর বোঝেনা
পাখি কোন মানুষ গোত্র না।
আমি সভ্য সমাজের মানুষ হয়ে
তার সগোত্রের হিংস্র মনোভাব দেখতে
পেয়েছি। তাতে আমি আজ হয়ে
গেছি লাশ। যারা মানবকে জাতিতে
ভাগ করেছে তখন হারিয়ে গেছে
মনুষ্যত্বর হিসেব। তারা হারিয়েছে বোধ।
আমি বাঁচতে চেয়েছিলাম এই সুন্দর
পৃথিবীতে, স্বপ্ন দেখেছিলাম পরিবার নিয়ে।
একটি গুলি সব করে দিল
শেষ। আমি কি পাবো না
বিচার সভ্য মানবের কাছে আকুতি।
আমি মরে গেছি আজ অনেকদিন,
বিচার দেখার আশায় এখনো ঝোলে
আছি তোমাদের পৃথিবীতে। মুক্তি মেলেনি।
আমিতো তোমাদের পৃথিবীতে কিছুই পেলাম
না। কোন ভালবাসা পেলাম না।
অপরাধীর শাস্তি দিয়ে মুক্তি চাই।