এ কবিতার নাই কোন ছন্দ
তাতে লিখা থাকবেনা অবিনাশী গান
অথবা কোন পর্বের বিন্যাস-মাত্রা।
এ কবিতা চলবে নিজস্ব গতিতে
সে যাবেনা কারো ক্ষতিতে অথবা
সে অবাধ বিচরণে ঘুরে বেড়াবে
এক দেশ হতে আরেক দেশ।
কবিতার ভাষায় সে মুক্ত থাকবে
চেতনার দ্বারে সে ঘুরে বেড়াবে
অনাবিল হতে তার দায়ভার একে
দিবে সামগ্রিক বিশ্লেষণে। এ যেন
একটি পূর্ণ ছবির কবির আকাঙ্খা।
এ কবিতা বন্ধন সৃষ্টি করবে
মানুষের চির শান্তির অগ্রভাগের আঁধারে
এবং কালো মেঘের পূর্বাভাসে এসে।
এ কবিতা বিশ্ব মানবকুলের চিহৃ
অযথা মানবতা বিনষ্ট করা হতে  
ধর্মীয় উসকানির অপ্রতিরোধ্য হাতিয়ার বিশেষ।
এ কবিতা কথা বলে শব্দ
দিয়ে, পরিবার কাঠামোর নিয়ম ছেড়ে।
এ কবিতা বেদনার হিসেব খুঁজেনা
যারা পূর্ব পুরুষের হিসেবে থাকে
ঘৃণা ভরে তা সে ছুড়ে  
ফেলে। এটাই এ কবিতার প্রকাশ।