ভালবাসা কোথায় থাকিস বল, আমাকে বল
না পাওয়ার দেশে, হতাশার বেশে,
জীর্ণ কুটিরে, এক মুঠো ডাল-ভাত খাব বলে।
নাকি চৌদ্দই ফেব্রুয়ারি ভালাবাসা দিবসে
একটি মাত্র দিন অভিনয় ভালবেসে,
নাকি অভাগীর কান্না শুনেও শুনিস না
এই বাংলাদেশে, পোড়া রোগী, তাদের চারপাশে।


ভালবাসা কোথায় থাকিস বল, আমাকে বল
না হলে বুঝিস, আমি যাব তোদের দেশে,
ছেড়া বস্ত্র পরিহার করে, মনকে জ্বালিয়ে
ঘৃণা ভরে চিরে ফেলবো তোর শরীর
অপবাদ দিতে তুই পারবি না আমাকে।


ভালবাসা যেখানে তুই থাকিস, আয় ফিরে
প্রকৃত যোদ্ধাদের দলে, অভিনেতাদের ফেলে,
শরীর আমার অপবিত্র হয়েছে, ভালবেসে
অভিনয় শিখে, অভিনয় করে, অভিনয় দেখে।
মুক্ত কর, স্বাধীন কর, ও ভালবাসা
আমার এ বাংলাদেশে, ফিরে এসো ভালবাসা।