ফুলে কাঁটা থাকে ৷
এমনটা কতজন ভেবেছে ৷
আমিও যে এ কথাটি ভাবিনি তা কিন্তু না ৷
আমাকেও ভাবিয়েছে ফুলে কেন কাঁটা থাকে কেন থাকবে ৷
সুন্দর তাতে কাঁটা এ কেমন কথা হল আবার তা বিষ কাঁটা হয় ৷
তারপর ভাবলাম কাঁটা নিয়ে গবেষণা করা দরকার ৷
ফুল নিয়ে গবেষণা হতে দেখি তবে কেন কাঁটা না ৷
একবার গোলাপের কাছে এসে ধরলাম ৷
কাঁটা ছাড়া তুমি যদি হতে তাহলে !
এমন কি তোমার ক্ষতি ৷
কিছু কাঁটা দেখি ৷
তারা ভাবে সম্পদ আমার ৷
আমি কেন তা অন্যে মানুষকে দিতে যাবো ৷
কাঁটা বসবাস করে যে সমস্ত জায়গায় তাতে পাতাও ৷
পাতা চুপ তার দেহ কাঠামোর দুর্বল গঠনের শক্ত পক্ষে ৷
এরপর দেখি পাতা ফুল ঝরে ঝরে পড়ে কাঁটা গাছে থাকে ৷
কাঁটা, তার থেকে ছুটে যেতে নিজে কখনও চায় না ৷
ও তাহলে কি শক্ত আঠা দিয়ে গড়া কিছু ৷
মূলত সে নিজ মূলে বিকাশমান ৷
অন্যের গঠনে গঠিত ৷