এ কেমন সংস্কৃতি নির্মান করছি আমরা
যেখানে মানুষের দেহ রক্তে ভিজে যায়
যেখানে মানুষ নিরাপত্তাহীন স্বপ্ন দেখতে থাকে
অবশেষে মাথায় বুকে আঘাতে মৃত্যু ঘটে ৷
কোন আলোর সন্ধানে আমরা চলছি যুগে
যেখানে অন্ধকার বন্ধু হয়ে কাছে আসে
কি অসভ্য আচরন মেনে নিতে হয়  !
মেনে নিতে হয় বাকরুদ্ধ শ্বাসরোধের খেলাকে
মেনে নিতে হয় আদিম পশুত্ব বিবেককে
মেনে নিতে হয় কোন মায়ের কান্নাকে
মেনে নিতে হয় পিতার মূর্তিমান দেহকে
মেনে নিতে হয় শত বিধবার শূন্যতাকে
মেনে নিতে হয় সন্তানের করুন দৃষ্টিকে
যেখানে বুক ছেড়া আর্তচিৎকার এসেও আসেনা ৷
আর কত মেনে নেবে ধংসের খেলাকে
আর কত মেনে নেবে অসুস্থ সমাজকে
আর কত মেনে নেবে রক্তের যুদ্ধকে
আর কত মেনে নেবে বুদ্ধিহীন চেতনাকে
আর কত মেনে নেবে হত্যার উৎসবকে ৷
এ দেশ স্বাধীনতা অর্জন করেছে কেন  ?
সুন্দর সংস্কৃতি নির্মাণ করার প্রয়াসে নয়কি
পরাধীনতা বিহীন স্বাধীন চলাচলের জন্য নয়কি ৷
যদি না থাকে সুস্থ চেতনা দেশে
তাহলে চাইনা এ ধরনের স্বাধীনতা বাংলাদেশে ৷