মুখে যারা বলে কবি আমি হয়েছি
কই তোমার গেলো সেই কবিতা খানি
প্রতিবাদী সেই স্বর লিখায় দেখিনা
ভালবাসা দিয়ে যারা ভরবে বিশ্ব
তাতে এখন দেখতে পাই ভয়ের চিহ্ন
কবিতা শুধু থাকবে কেন বেড়াজলে বন্দী
কবিরাকি তবে শুধু ভালবাসা শিখায় !
উচ্চ কন্ঠ আবৃতিতে তবে কি থেমে গেছে
আজ দেখিনা নজরুল তোমার বিদ্রোহ
জেলখানা ভাঙ্গার সেই আকুল আগ্রহ
সাম্যের মালা ঝুলে গেছে অন্যের কাধে
তাই সাধারণ জনগণ বিলাপ করে কাঁদে
কেউ কবিতা নিয়ে দেখি ঘষা-মাজা করে
আবার কেউ শিল্প খুঁজে মরে
কি লাভ এ শিল্প দিয়ে হাতিয়ার বিহীন
সংস্কৃতি পরে থাকে অজস্র সময় মূল্যহীন
এমন কবিও চোখে পরেছে মনুষ্যত্ব  হারিয়েছে
কবিদের কাছে সকল মানুষের দাবি আছে
কবিতা পড়ে শুধু মূল্যায়ন যদি হয় কবি
তবে ছেড়া পাতা ফ্রেমে রেখে দেখবোনা রবি ৷